muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সুন্দরবনে নৌপুলিশ ও বনবিভাগের সদস্যদের সঙ্গে বন দস্যুদের বন্দুকযুদ্ধ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উলোখালি খালে নৌপুলিশ ও বনবিভাগের সদস্যদের সঙ্গে বনদস্যু জনাব বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান ও দু’টি ট্রলার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সুন্দরবনের রায়নগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাশ জানান, বিকেলে সুন্দরবনের উলোখালি খালে বনদস্যু জনাব বাহিনী অবস্থান করছিল। খবর পেয়ে নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মীরা সেখানে অভিযানে যায়। টের পেয়ে জনাব বহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নৌপুলিশ ও বনবিভাগও পাল্টা গুলি করে। প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে সেখান থেকে দু’টি পাইপগান ও দু’টি ট্রলার উদ্ধার করা হয়।

তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

Tags: