আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ শহরে গত কয়েকদিন ধরে চলা সন্ত্রাসের প্রতিবাদে সন্ত্রাস ও জঙ্গীবরোধী বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের নরসুন্দা লেকসিটির পরম চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধের সন্তানদের সংগঠন প্রজন্ম-’৭১। প্রজন্ম-’৭১ এর সভাপতি সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন এর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সনাক সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা জামান নতুন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সী, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা এনায়েত করীম অমি, নারী নেত্রী বিলকিস বেগম, শহর কৃষক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, পল্লব কর, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিফাত উদ্দিন আহাম্মদ বচন, জেলা ছাত্র লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে এমন বর্বরোচিত ঘটনা ঘটতো না। এ জন্যে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন যাবত জেলা শহরে কালো মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আটজন আহত এবং অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও খবর :-
কিশোরগঞ্জে মুখোশধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৭-এপ্রিল-২০১৭ইং/নোমান