muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ 

কিশোরগঞ্জে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। গত ৬ এপ্রিল ২০১৭ বৃহষ্পতিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এসে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

এছাড়া সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাসউদ, আরজত আতরজান স্কুলে শিক্ষক মো: আবদুল্লাহ, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মারজিয়া খাতুন, হাসমতউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাহমাতাল্লিল আলামিন, ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন, সাংবাদিক আমিন সাদী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া ক্ষেত্রে কিশোরগঞ্জের বিশেষ ঐতিহ্য রয়েছে। সাঁতারে বরাবরই এ জেলার সাঁতারুরা ভাল করছে। এছাড়া, স্কুল পর্যায়ে ভলিবল, বাস্কেটবল, মহিলা ক্রিকেট, হ্যান্ডবলে কিশোরগঞ্জ জেলার সাম্প্রতিক অর্জন অভূতপূর্ব। তিনি এ অর্জনকে আরো এগিয়ে নেয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: