আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের আলহাজ্ব শামসুদ্দিন ভূইয়া জামিয়া ইসলামিয়া ও খালেদা আক্তার কওমী মহিলা মাদরাসার খতমে কোরআন ও খতমে বোখারী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী মাজহারুল ইসলাম ভূইয়া কা নের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন জামিয়ার মহাপরিচালক মাও.আজহার আলী আনোয়ার শাহ। ওয়ায়েজীনে কেরাম ছিলেন অধ্যাপক মাও যুবায়ের আহমদ,ইনস্টিটিউিট জার্নালিজম এন্ড দাওয়ার প্রতিষ্ঠাতা মাও.শরীফ মোহাম্মদ,জামিয়া হোসাইনিয়া মালনীর প্রতিষ্ঠাতা মাও.আ.কাইয়ুম,জামিয়াতুর রাসুলের মোহতামীম মাও.শরফুদ্দীন হোসাইন,জামিয়ার মুহাদ্দিস মাও. শোয়াইব আব্দুর রউফ, মা হাদ শাইখ ইলিয়াস এর প্রতিষ্ঠাতা পরিচালক মাও.নুরুল হক রাহমানী প্রমুখ।মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসাদ্বয়ের প্রিন্সিপাল মাও. হিফজুর রহমান খান। পরে মাদরাসাদ্বয়ের দাওরায়ে হাদীসের শিক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মাথায় পাগড়ী পড়িয়ে দেন। এছাড়াও মাহফিলে একজন হিন্দু থেকে মুসলমান ধর্মে দীক্ষিত নেন। মুসলমান হওয়ার পর তাঁর নাম রাখা হয় যুবায়ের। এ সময় মাদরাসাদ্বয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য লোকজন এবং সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৪-২০১৭ইং/ অর্থ