muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিনের মামি নিহত

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আব্দুল মুবিনের মামি বেগম ফখরুন্নেছা নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্বামী হেলালউদ্দিন খান কিশোরগঞ্জ কালেক্টরেটের অবসরপ্রাপ্ত পেশকার। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় তাদের বাসা। একটি বিয়ের অনুষ্ঠানে স্বামীসহ তিনি অষ্টগ্রামে গিয়েছিলেন।

গতকাল শুক্রবার বিকালে রিকসায় করে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রিকসার চাকায় ওড়না পেচিয়ে তিনি পড়ে যান। সাথে সাথে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-এপ্রিল-২০১৭ইং/নোমান

Tags: