muktijoddhar kantho logo l o a d i n g

দূর পরবাস

কাতারের দোহায় মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

 দ্বীন ইসলাম খাঁন, কাতার প্রতিনিধিঃ 
কাতারে মৌলভীবাজার প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের জন্য মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় স্টার অব ঢাকা রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক শেখ ফারুক আহমেদ যুগ্ন আহবায়ক শামসুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম মাস্টার,তাজুল উয়াহিদ, কাদিরুল ইসলাম খান,সফিউল আলম মানিক, আবজারুল ইসলাম নান্নু, আমিরুল ইসলাম, মাহেদুল ইসলাম, মজিবুর রহমানসহ আরো অনেকেই।

শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোঃ ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলভীবাজার সমাজ কল্যান পরিষদের মাধ্যমে আগামীদিনের জন্য এই সংগঠন বিশেষ ভূমিকা পালন করবে। তাই মৌলভীবাজার সমাজ কল্যান পরিষদের সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান পরিষদের বক্তারা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৪-১৭ইং/ অর্থ 

Tags: