muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

লক্ষ্মীপুরে এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই যুবকের জেল জরিমানা

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার দায়ে দুই যুবকের জেল-জরিমানা করা হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাদেরকে এ দন্ড দেন।
দন্ড প্রাপ্তরা হচ্ছেন-উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে আবদুল মন্নান এবং একই এলাকার দিদার হোসেনের ছেলে মো. ইউছুফ। এদের মধ্যে মন্নানকে এক মাসের বিনাশ্রম কারদন্ড- এবং ইউছুফকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি ভেন্যু কেন্দ্রে এইচএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালে বহিরাগত দুই যুবক মন্নান ও ইউছুফ পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে নকল সরবরাহের চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল-জরিমানার রায় দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ওই দুই যুবককে দন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: