আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে এবারের বন্যায় এ পর্যন্ত হাওরে ২৩ হাজার ৬১০ হেক্টর জমি পুরোপুরি তলিয়ে গেছে। টাকার অংকে এ ক্ষতির পরিমাণ প্রায় ২৬০ কোটি টাকা বলে জানা গেছে। পাহাড়ি ঢল ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বোরো চাষীদের ক্ষতিপূরণ এবং হাওরাঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্ (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখা।
সোমবার (১০ এপ্রিল) জেলা শহরের রংমহল চত্বরে দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন সিপিবি’র জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সম্পাদক রফিউল আলম চৌধুরী মিলাদ, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তাগণ ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমিকদের সারা বছর রেশন ও বেড়িবাঁধ প্রকল্পের টাকা লুটপাটকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১০-এপ্রিল-২০১৭ইং/নোমান