muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুম্বাইকে ১৫৯ রানের টার্গেট দিল হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক :

অধিনায়ক ডিভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৮ রান তুলেছে সানরাইজরাস হায়দরাবাদ। যদিও স্কোর আরো বড় হওয়া উচিৎ ছিল হায়দরাবাদের। কারণ প্রথম উইকেটে ডেভিড ওয়ানার ও শিখর ধাওয়ান মিলে তুলে ফেলেন ৮১ রান, মাত্র ১০.২ ওভারেই।

৩৪ বলে ওয়ার্নার ৪৯ ও  ৪৩ বলে ৪৮ করে ধাওয়ান বিদায় নেওয়ার পর ছন্দপতন ঘটে। দ্রুত ফিরে যান দীপক হুদা (৯) ও যুবরাজ সিং (৫)। রান তোলার গতিও এ সময় কমে যায়।

তবে বেন কাটিংয়ের ১০ বলে ২০ রানের ইনিংসের কারণে শেষমেশ ঐ রান তুলতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইয়ের পক্ষে বুমরাহ তিন উইকেট নেন। হরভজন সিং পান ২ উইকেট।

এ ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেছেন বাংলাদেশি তারকা ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। গত বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ। দলকে চ্যাম্পিয়ন করার পিছনে বড় অবদান ছিল মোস্তাফিজের।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-এপ্রিল-২০১৭ইং/নোমান

Tags: