muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসরের ১০ বর্ষে পদার্পন ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে একটি র‌্যালি বের করে। পরে জেলা শহরের থানা মার্কেটে অবস্থিত আসরের অস্থায়ী কার্যালয়ে ৪১৫ তম সাহিত্য সভায় মিলিত হয়। আসরের সভাপতি নাট্যকার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আসরের প্রতিষ্ঠাতা মো.রেজাউল হাবীব রেজা। ভোরের আলো সাহিত্য আসরের পরিচালক আমিনুল হক সাদীর পরিচালনায় আসরে আলোচনায় অংশ নেন দৈনিক জনকন্ঠের জেলা সংবাদদাতা মাজহার মান্না, আসরের সহসভাপতি কবি ও ব্যাংকার মোতাহের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, খ্যাতনামা কবি খন্দখার মোহাম্মদ আব্দুল মান্নান, সমাজ কর্মী মাহফুজ আহমেদ, সাংবাদিক শফিক কবীর,সাংবাদিক ফারুকুজ্জামান, শিল্পী আমানুর রহমান, মনোজ দেবনাথ,নিরব রিপন, কবি জসিম উদ্দিন প্রমুখ।

আসরের উপস্থিত কবি সাহিত্যিক ও শিল্পীরা ভোরের আলো সাহিত্য আসর ১০ বর্ষে পদার্পন উপলক্ষে বিশেষ আলোচনা, কবিতা ও পুথি পাঠ ও বাংলা গান পরিবেশন করেন। এছাড়াও আসরে হাওড়ে আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি এগিয়ে আসার আহবান জানানো হয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য দোয়া করা হয়। পরিশেষে আসরে যোগ দিয়ে সফলতা কামনা করেন বিশিষ্ট ছড়াকার সুবীর বসাক,বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ, সাংবাদিক মতিউর রহমান, তানভীর হায়দার ও আলম সারোয়ার টিটু। প্রসঙ্গত ২০০৮ সালের ১৪ এপ্রিল ভোরের আলো সাহিত্য আসরটি পহেলা বৈশাখ যাত্রা শুরু হয়ে অদ্যবধি সাহিত্য সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রেখে চলেছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: