muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক: 

কিশোরগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। জানা গেছে, সদও উপজেলার বিন্নাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেড় শতাধিক মানুষের ঘড়বাড়ি ও গাছপালা এবং কৃষি জমির বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এসব মানুষের মধ্যে শনিবার আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫২ টি পরিবারের মধ্যে ১ বন্ডিল ডেউটিন ও ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বিন্নাটী ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো,শরীফুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ। বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান মামুন,জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, আ.লীগ নেতা আব্বাস উদ্দিন দুলাল,ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ। পরে সদর উপজেলা প্রশাসন ইউনিয়নের নবনির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: