মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
আজ ১৫ এপ্রিল ২০১৭ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় কিশোরগঞ্জ টু ঢাকা অনন্যা সুপার গাড়ী নং ঢাকা মেট্টো-ব-১১-৪৪৫৮ গাড়িটি ঢাকা থেকে কিশোরগঞ্জ আসার পথে বাস টার্মিনাল থেকে দেড় কিলোমিটার দূওে সগড়া বিশ্বরোডের পাশে খোলা জায়গায় রাস্তাচ্যুত হয়ে পাশে জমিতে উল্টে পড়ে। সেবকসহ ১৮ জনের মধ্যে ১ জন তাৎক্ষনিক মারা যান ১৬ জন আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হন। পরে ২ জন রেফার্ড করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাসুম নামক আহত রোগী ৭৩ নম্বর ফর্মে ভর্তি থাকাবস্থায় পালিয়ে যায়। আহতরা হলেন- রাকিব, লালন মিয়া, অনুকুল দেবনাথ, জামাল আক্কাছ, মোঃ লিংকন, এরশাদ উল্লাহ, নাসরিন, সাইফুল ইসলাম, মাসুম মিয়া, বাদশা, সুমন পাল, আয়েশা, হাবিবা, তৌহিদ, হুমায়ুন কবির, আঃ রাজ্জাক।
এক প্রত্যক্ষদর্শী জানান সগড়া বিশ্বরোডে বাস থামিয়ে রতন ড্রাইভার বাড়ি চলে যায়। সেবক মাসুম মিয়া সগড়া বিশ্বরোড থেকে বাস টার্মিনালে আসার পথে বিনা কারণেই রাস্তার পাশে উল্টে পড়ে। এতে বাসের ১৬ জন যাত্রীসহ সেবক মাসুম আহত হয়।
তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ারসহ পুলিশ উপ-পরিদর্শক আবুল কালাম, সামসুল হাবিব, মতিউর রহমানসহ পুলিশ ও জনতার সহযোগিতায় আহতদের উদ্ধার করা সম্ভব হয়।
বর্তমানে আহতরা হাসপাতালে ভর্তি আছে এবং নিহতের পরিচয় নিশ্চিত হলেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কিশোরগঞ্জ সিভিল সার্জন মোঃ হাবিবুর রহমান। তিনি আরো বলেন বর্তমানে ভর্তিকৃত রোগীরা আংশকামুক্ত।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৪-২০১৭ইং/ অর্থ