মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
বৈশাখের শুরুর দিনটি ছিলো অানন্দময়। কোথাও কোথাও আইন-শৃঙ্খলাবাহিনীর কিছুটা কড়াকড়ি থাকলেও সারাদেশ বাংলা নববর্ষের শুরুর দিনটিতে ভেসেছে আনন্দের বন্যায়।
পথে-ঘাটে প্রান্তরে যেমন ছিলো বৈশাখ উদযাপনের নানা আয়োজন, তেমনটা ছিলো ঘরে ঘরে, নিজেদের আঙ্গিনা-প্রাঙ্গণেও।
দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসিক বাসভবন গণভবনেও ছিলো পহেলা বৈশাখের আনন্দময় আয়োজন। তাতে নানা পরিবেশনা ছিলো। ছিলো নাচ-গান-আবৃত্তি।
পহেলা বৈশাখে এসো হে বৈশাখ যেমন গাওয়া হয়, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দনাগীতি আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজো… সত্য সুন্দরও একটি সাধারণ গান, যা সর্বত্র গাওয়া হয়।
গণভবনও ছিলো না তার ব্যতিক্রম। আর গানটি যখন গাওয়া হয় তখন তাতে সুর মেলান সবাই। প্রধনমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন না তার ব্যতিক্রম।
গানের সঙ্গে গলা মেলান প্রধানমন্ত্রী। তখন তার পাশে দাঁড়িয়ে গাইছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্য সকলেই।
গানের ভিডিওচিত্রটি পহেলা বৈশাখের রাতে ইউটিউবে প্রকাশিত হয়। যা হাজার হাজার মানুষ দেখছেন।