আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহতসহ ১৬ জন আহত হয়েছে। জানা গেছে শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্য সুপারেরর (ঢাকা মেট্রো –ব-১১-৪৪৫৮) বাসটি কিশোরগঞ্জ-ঢাকা বিশ্ব রোডের লতিবাবাদ এলাকায় পৌঁছলে অপর আরেকটি বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত হয় আহত হয় অন্তত ১৬ জন। আহতদেরকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সাইফুল ইসলাম,মাছুম, বাদশা মিয়া,সুমন পাল,হুমায়ুন কবীর,আ.রাজ্জাক,হাবিবা,তৌহিদ। গুরুতর (অজ্ঞ্যাতনামা) একজন বিকেলেই মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এডিসি জেনারেল তরফদার মো.আক্তার জামীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ সরেজমিনে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৪-২০১৭ইং/ অর্থ