ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদকঃ
হোসেনপুরে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদ্যাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকালে মঙ্গল শোভাযাত্রা, রুই-পান্তা ভাত, ঘুড়ি উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে রঙ-বেরঙের ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
মঙ্গল শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, ওসি মোঃ নান্নু মোল্লা, অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান, মোসলেহ উদ্দিন খান, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৪-২০১৭ইং/ অর্থ