মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:
দেশের ১০ হাজার ছাত্রীকে সাইবার সিকিউরিটির ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ)। ‘সাইবার সিকিউরিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক কর্মশালাটি আগামী ১৯ এপ্রিল শুরু হবে। যা শেষ হবে ২৮ মে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিসিএ’র নিয়ন্ত্রক আবুল মানসুর সারফ উদ্দিন।
তিনি বলেন, কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছেও ফেলে তা আমরা খুব সহজেই বের করতে পারি। কাজেই অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে এজন্য ছাত্রীদের এগিয়ে আসতে হবে। নিজেদের সচেতন হতে হবে। আর এজন্যই এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।
তিনি আরো বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশিষ্ট দফতরগুলোর নম্বর ও অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবে।
এ সময় আয়োজক সংস্থার সহকারী নিয়ন্ত্রক মো. সহিদুজ্জামান, লেখক ও উন্নয়কর্মী ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।