স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার ৭নং বিন্নাটি ইউনিয়ন পরিষদ ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম তথা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন এবং অবকাঠামোসহ অন্যান্য খাতে উন্নয়নে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৮ লক্ষ ২৫ হাজার ৩ শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।
বিন্নাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা তথা জনঅংশগ্রহন নিশ্চিতকরণের মাধ্যমে একটি নাগরিক বান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মাঠে এই বাজেট অধিবেশন অনুষ্টিত হয়। বিন্নাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব নাজমা আক্তার। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফ্যাসিলেটর মনির হোসেন মজুমদার। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা লেহাজ উদ্দিন রঙ্গু মাষ্টার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ শওকত হোসেন নায়েব, মোঃ শামস উদ্দিন, ইউপি মেম্বার লালন ভূঞা, আবু তালেব, সুরুজ মিয়া প্রমূখ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান শিপন। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের আয়ের অন্যতম উৎস হল জনগণের কর। তাই ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদান করতে হবে।
ইউপি চেয়ারম্যান বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। সামর্থ্য অনুযায়ি আমি এলাকাবাসীর উন্নয়ন করতে চাই। আপনারা ধৈর্য্য ধরেন পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের সমস্যা সমাধানের মাধ্যমে উন্নয়ন তরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৪-২০১৭ইং/ অর্থ