muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

সময় প্রার্থনা করেছেন মুসা বিন শমশের

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

আংশিক পক্ষাঘাতে আক্রান্ত স্বঘোষিত ধনকুবের মুসা বিন শমশের (প্রিন্স মুসা)। আর এ কারণ দেখিয়ে শুল্ক গোয়েন্দায়  হাজির হতে সময় প্রার্থনা করেছেন মুসা বিন শমশের (প্রিন্স মুসা)।

বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে হাজির হওয়ার কথা ছিল।

বুধবার শুল্ক গোয়েন্দার তদন্ত দলের কাছে আংশিক পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে, এমন কারণ দেখিয়ে সময় চেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে আগামীকাল বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হওয়ার কথা। কিন্তু প্রিন্স মুসা ডা. কাজী দ্বীন মোহাম্মদ ও প্রফেসর এমএ আজহারের সনদ সংযুক্ত করে অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেছেন। শুল্ক গোয়েন্দা সময় প্রার্থীর আবেদনটি পরীক্ষা করে দেখছে।
গত ২১ মার্চ গুলশান ২-এর রোড নম্বর ১০৪ হাউস ৮-এর বাড়িতে অভিযানের সূত্রে রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দারা। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়। গাড়ির নম্বর- ভোলা ঘ ১১-০০৩৫।

সূত্র জানায়, গাড়ির চেসিস অনুসারে এটি কার্নেট ডি প্যাসেজের মাধ্যমে আনা হলেও শর্ত মোতাবেক পুনঃরপ্তানি হয়নি। প্রিন্স মুসা গাড়িটি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে এবং জালিয়াতি করে অন্যের নামে রেজিস্ট্রেশন করেন। তিনি নিজেই গাড়িটি ব্যবহারকারী। এতে সরকারের ২.৪৮ কোটি টাকা শুল্ককর ফাঁকি হয়েছে। এজন্য প্রিন্স মুসাকে হাজির হতে নোটিশ দেওয়া হয় ২৩ মার্চ।

Tags: