আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে সংবাদ সম্মেলনে জেলা সড়ক পরিবহন সমিতির নির্বাচন দাবি করেছেন সমিতির একাংশের নেতারা ও বাস মালিকরা। বৃহস্প্রতিবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সমিতির সাবেক কার্যকরী সভাপতি এটিএম মোস্তাফা। লিখিত বক্তব্যে বলা হয় মামলা জনিত কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর সমিতির নির্বাচনী কার্যক্রম বন্ধ ছিল। নিম্ন আদালত মামলাটি খারিজ করে দেয়। হাইকোর্টও সে আদেশ বহাল রাখেন। ফলে এখন আর নির্বাচন করতে কোনো বাধা নেই। কিন্তু বর্তমান তত্বাবধায় কমিটি এবং নির্বাচন কমিশন নির্বাচন দিতে গড়িমসি করছেন। এ অবস্থায় একটি কুচক্রি মহল সমিতির অর্থ সম্পদ লুটপাট করছে এবং স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রাস করার পায়তারা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
দ্রুততম সময়ে নির্বাচন না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, অনন্যা পরিবহনের চেয়ারম্যান আনিসুজ্জামান বাবুল, উজানভাটি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৪-২০১৭ইং/ অর্থ