আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, ভোরের কাগজের প্রতিবেদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহাম্মদ রাজনকে অসুস্থ অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। অবস্থা ক্রমে খারাপ হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সোলায়মান তানভীর ও ডা. এম.এ. তাহেরের তত্বাবধানে রয়েছেন।
তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২০-০৪-২০১৭ইং/ অর্থ