মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। স্বীকৃতি প্রদানের এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় ভুটানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের আমন্ত্রণে শেখ হাসিনা গত ১৮ এপ্রিল তিন দিনের সফরে থিম্পুতে পৌঁছান এবং সেদিনই দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক হয়। সফর শেষে আজ বৃহস্পতিবার দুদেশের মধ্যে এক যৌথ বিবৃতি ঘোষণা করা হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, শীর্ষ বৈঠকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময়ে ভুটানের সমর্থনের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন এবং বলেন, ‘ভুটান প্রথম দেশ হিসেবে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ভুটান বাংলাদেশের মানুষের কষ্ট এবং দুর্দশার জন্য সহমর্মিতা প্রকাশ করে।’