muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ 

কিশোরগঞ্জ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী কালী বাড়ি প্রাঙ্গনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূর্ণমিলনী,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম,এ,আফজল, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পৌর মেয়র মাহমুদ পারভেজ, গণতন্ত্র পার্টির সভাপতি ও ট্রাস্টি অ্যাড. ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন,শ্রী শ্রী কালিবাড়ির সভাপতি পরিতোষ চন্দ্র চক্রবর্তী, জেলা পুজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরী, জেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় শংকর রায় (জিপি), সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, ট্রাস্টি রিপন রায় লিপু, সদর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি রতন দাস,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে মূর্তি তৈরী ও আলোক সজ্জায় ইউনিয়নের ৩টি এবং সদরের ৩টি পুজা মন্ডপকে পুরস্কৃত করা হয়। এসময় অতিথিবৃন্দরা প্রথম,দ্বিতীয় ও তৃতীয়সহ সকল পুজা মন্ডপকে পুরস্কৃত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাখন দেব নাথ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: