আতিকুর রহমান কাযিন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে নববধূকে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের কায়েস্থপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সুবর্ণা আক্তার (২০)। তিনি মো. অহিদ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪মাস পূর্বে ওই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন সকাল ১১টার দিকে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এ সময় অহিদ মিয়া তার স্ত্রীকে হত্যা করে ঘরের ধর্ণার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। এরপর ঘরে তালাবদ্ধ করে অন্যত্র চলে যায়।
কিছুক্ষণ পর সে নিজেই ঘরের তালা খুলে চিৎকার শুরু করে এবং ফাঁসি থেকে নামিয়ে আনে।
এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হয়েছে। জনতার সহযোগিতায় পুলিশ অভিযুক্ত স্বামী অহিদ মিয়াকে আটক করেছে।
কটিয়াদী মডেল থানার এসআই মো. ফয়েজ উদ্দিন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০৪-২০১৭ইং/ অর্থ