muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“প‌বিত্র শ‌বে মেরাজ” ***রহমান মাসুদ***

সাহিত্য ও সংস্কৃতিঃ 
“প‌বিত্র শ‌বে মেরাজ”
***রহমান মাসুদ***
প‌বিত্র শ‌বে মেরাজ
ম‌হিমান্বিত রজ‌নী আজ,
মহান স্রষ্টার সাক্ষা‌তে
নবীর(সাঃ)’র গমন এই রা‌তে।
“আকসা”মস‌জিদ হ‌তে
জিবরাইল(আঃ) এর সা‌থে,
বোরা‌কে চ‌ড়ে ভ্রমন
উর্ধ্ব‌লো‌কে আরোহণ।
সপ্ত আসমান হ‌লে পার
একা‌কি “রফরফ” সা‌থে তাঁর,
সিদরাতুল মুনতাহায়
মহান আল্লাহর সাক্ষাত পায়।
স্রষ্টা কথোপকথন শে‌ষে
উপহার দি‌লেন ভাল‌বে‌সে,
৫০ ওয়াক্ত নামাজ উপহার
৫ ওয়াক্তে ফয়সালা তার।
নবী(সাঃ)এর প্রাপ্ত উপহার
সাহাবারা নি‌লেন দা‌য়িত্বভার,
তা পাল‌নে হ‌লেন এক‌নিষ্ঠ
মহান স্রষ্টা‌কে কর‌তে সন্তুষ্ট।
তা‌দের নামা‌জের গভীরতা
ন‌জির খোদাভ‌ক্তির দৃঢ়তা,
যুদ্ধ‌ক্ষে‌ত্রেও নির্ভ‌য়ে দন্ডায়মান
এক‌নিষ্ঠ নামা‌জেরই প্রমান।
আজ উত্তরসূ‌রীরা পথহারা
ভু‌লে গে‌ছে নামাজ পড়া,
অন্ত‌রে নামা‌জের কদর নাই
সমা‌জে চরম অবক্ষয় তাই।
জুম্মা ছাড়া মস‌জিদ ফাঁকা
ফজ‌রের সময় শু‌য়ে থাকা,
নামাজ আদা‌য়ে অলসতা
ম‌নে প‌রেনা  মৃত্যুর কথা।
নামা‌জের এই গা‌ফিলতা
ঈমান অর্জ‌নের চরম ব্যর্থতা,
কব‌রের জীবন নিকটবর্তী
তবুও নেই তার উপল‌ব্ধি
শ‌বে মেরা‌জে প্র‌তিজ্ঞা কর
পাচঁ ওয়াক্ত নামাজ ধর,
নামা‌জেই ‌মি‌লে চির প্রশা‌ন্তি
দূরীভূত ম‌নের সকল ভ্রা‌ন্তি।।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০৪-২০১৭ইং/ অর্থ  

Tags: