মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
বন্যাকবলিত হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের বিনাসুদে ঋণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শোলাকিয়ার ঈদগহের ইমাম ফরীদ উদ্দীন মাসউদ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দুর্গত মানুষদের বাঁচানো উচিত। তাদের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব। যে যেভাবে পারেন তাদের সহযোগিতাটাই এখন সময়ের দাবি। এজন্য হাওর অঞ্চলে জরুরি ভিত্তিতে সরকারি সুদবিহীন ঋণপ্রকল্প চালু করা দরকার। এতে একদিকে হাওরবাসী বাঁচবে অন্যদিকে মহাজনের দাদন ও এনজিও ঋণের দৌরাত্ম্য কমবে।
ফরীদ উদ্দীন বলেন, লোক দেখানো ত্রাণ হাওরবাসীর কোনো উপকারে আসবে না, ত্রাণবিতরণের দৃশ্য যদিও সাময়িক ভালো লাগে। তবে বাস্তবে তা হাওরবাসীর জীবন রক্ষা করে না।
হাওর অঞ্চলের দুর্গত মানুষদের সেবায় সরকার, দেশের সম্পদশালী, সমাজসেবক, আলেম ওলামা, দ্বীনদরদিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-এপ্রিল-২০১৭ইং/নোমান