muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে এক ইউনিয়ন ৩ দিন যাবত অন্ধকারে : বিদ্যুতের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি:

কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে একটানা ৩ দিন যাবত পল্লী বিদ্যুৎ না থাকায় গ্রীষ্মের তাপদহ আর চরম বিদ্যুৎ বিপর্যয়ে অতিষ্ঠ হয়ে এলাকার জনগন বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আজ ১ মে সোমবার সকালে ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে বেলাব-ডুমরাকান্দা বাজার রাস্তায় স্থানীয় বেসরকারী সংগঠন ফরিদপুর ইউনিয়ন যুব কল্যাণ সংসদের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃ ইকবাল হোসেন ভূইঁয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান আলী প্রধান ও রেফায়েত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, ফরিদপুর মাজারের মতোয়ালী মোঃ নজরুল ইসলাম কাজী, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও মাসুদুর রহমান মুছা, সদস্য মোঃ দেলোয়ার হোসেন ফরিদপুর ইউনিয়ন যুব কল্যাণ সংসদের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সানাউল্লাহ ভূইঁয়া, যুবলীগ নেতা আবুল বাশার ভূইঁয়া ও মোঃ আতিক উল্লাহ টুটুল সহ এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহন করেন।

এ সময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রায় ১ মাস যাবত ২৪ ঘন্টার মধ্যে অর্ধশত বার বিদ্যুতের লোডশেডিং ও সর্বোচ্চ ১ থেকে ৫ মিনিট বিদ্যুৎ থাকার পর দীর্ঘক্ষণ সময় বিদ্যুৎ না থাকায় এলাকার সমস্যার যেন অন্ত নেয়। আবহাওয়া স্বাভাবিক থাকলে চলে লোডশেডিং। আবহাওয়া বৈরী থাকলে দেখা দেয় বিপর্যয়। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিপাত হলে চলে যায় বিদ্যুৎ। ঝড়ো হাওয়ায় এলাকার কোথাও কোন ক্ষয়-ক্ষতি দেখা না দিলেও বিদ্যুৎ সরবরাহ নিয়ে দেখা দেয় বিপর্যয় এবং বিভিন্ন সময় থাকছে লো-ভোল্টেজ। এর ফলে অনেক গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম চালু করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের এ সমস্যার কারণে এক দিকে সরকারের ভাবমূর্তি যেমন চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে অপরদিকে মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন কর্মকান্ড। পাশাপাশি চরমভাবে বিঘিœত হচ্ছে স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের লেখাপড়া। বক্তারা আরো বলেন, কিছুদিন আগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুলিয়ারচর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা দিয়ে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো নির্দেশ দেন। কিন্তু নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর আওতায় কুলিয়ারচর জোনাল অফিসের ডিজিএম ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা দায়িত্ব অবহেলা ও খামখেয়ালীপনায় তুচ্ছ কারণে ফরিদপুর ইউনিয়নে একটানা ২-৩ দিন যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় ৩ দিন যাবত অন্ধকারে দিন কাটাচ্ছে এলাকাবাসী। তারা অচিরেই বিদ্যুতের সমস্যা সমাধানে পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকারের সুদৃষ্টি কামনা করছে। বিদ্যুৎ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে এলাকাবাসী হুশিয়ারী করে বলেন, বিদ্যুতের সমস্যা সমাধান না হলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: