স্পোর্টস ডেস্কঃ বিপিএলের তৃতীয় আসরে বাড়ছে দলের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আগ্রহী ফ্র্যাঞ্চাইজিকে সাড়ে পাঁচ কোটি টাকা জামানত দিয়ে দল কিনতে হবে এবার। এদিকে, পুরনো ফ্র্যাঞ্চাইজিদের ২৭ আগস্টের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করার সময় বেঁধে দিয়েছে বিসিবি।
বিপিএল হচ্ছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে; এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে নতুন ১১ ফ্র্যাঞ্চাইজি। বকেয়া পরিশোধ করে রংপুর রাইডার্সও আগ্রহী বিপিএলে অংশ নিতে। সুযোগ আছে বাকি পাঁচটি ফ্রাঞ্চাইজির। তবে বকেয়া পরিশোধ করতে হবে তাদের। পাঁচ ফ্রাঞ্চাইজির কাছে বিসিবির পাওয়া ৩৬ কোটি ৮১ লক্ষ টাকা। বৃহস্পতিবারের মধ্যে বকেয়া পরিশোধ করার সুযোগ দিয়েছে বিসিবি। সেক্ষেত্রে অবস্থা বুঝে নতুন পুরাতন মিলিয়ে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বকেয়া ইস্যুতে প্রথম দুই আসরে তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিসিবির। এবার তাই কঠোর হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বিপিএলের তৃতীয় আসরে প্লেয়ার বাই চয়েসে হবে নিলাম। বিদেশি কোটায় প্রত্যেকটি দল চারজন করে খেলোয়াড় কিনতে পারবে।