স্পোর্টস রিপোর্ট:
ফুটবলের সবুজ মাঠে দুর্দান্ত সব গোলের পাশাপাশি মানবতার সেবায়ও কম যান না লিওনেল মেসি। তাবৎ প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণ দেয়াল ভেঙ্গে ঝড় তুলতে দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে। সেই সঙ্গে বিপন্ন মানবতার জন্যও তার মন কাঁদে। এবার যুদ্ধবিধস্ত সিরিয়াতে মানবতার পাশে দাঁড়াতে দেখা গেছে তার প্রতিষ্ঠান লিও মেসি ফাউন্ডেশনকে।
সিরিয়াতে চলমান দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে সেখানকার জনজীবন। গোলা আর বন্দুকের শব্দে ঘুম ভাঙ্গে সেখানকার শিশুদের। কঠিন যুদ্ধ অবস্থায় মৌলিক চাহিদা পূরণ যেখানে হুমকিতে সেখানে শিক্ষার কথা সহজেই ভাবতে পারেনা সিরীয় শিশুরা।
যুদ্ধবিধস্ত সিরীয় শিশুদের শিক্ষা দিতে এবার তাদের পাশে দাড়িয়েছে লিও মেসি ফাউন্ডেশন। ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রয়াস চালাচ্ছে মেসির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি।
সিরিয়ার যুদ্ধে আক্রান্ত ১৬০০ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে লিও মেসি ফাউন্ডেশন। তাদের শিক্ষা দিতে ইতিমধ্যেই ২০টি ক্লাসরুম চালু করেছে প্রতিষ্ঠানটি। মানবতার পাশে মেসি ফাউন্ডেশনের দাঁড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও মানবতার সেবায় বিভিন্ন সময় স্বরূপে দেখা গেছে লিও মেসি ফাউন্ডেশনকে।
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে মেসি। লা লিগায় সর্বোচ্চ ৩২ গোল নিয়ে ইতিমধ্যেই পিচিচি ট্রফির দৌড়ে এগিয়ে রয়েছেন গ্রহের সেরা এ ফুটবলার। চ্যাম্পিয়স লিগ থেকে ছিটকে পড়লেও মেসির দুর্দান্ত ফর্মে ভর করে লা লিগাসহ বাকি টুর্নামেন্টগুলোতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বার্সা সমর্থকরা।