আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে সনাতন ধর্মের ১৩০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ ২ বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ কালীবাড়ি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়াশীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অ্যাডভোকেট ভূপেন্দ্র ভোমিক দোলন, সাংবাদিক আলম সারোয়ার টিটু, সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাশিদ ফকির ও মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাখন দেবনাথ, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলি প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা, কলম ও পেন্সিল দেওয়া হয়। অনুষ্ঠানটির সমন্বয় করেন সাফ গেমস বিজয়ী সাবেক ক্রীড়াবিদ সুবল সরকার।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৫-২০১৭ইং/ অর্থ