শফিকুল ইসলাম, কিশোরগঞ্জঃ
জেলা শিশু একাডেমী, কিশোরগঞ্জ এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা-২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৪ মে ২০১৭ খ্রি. তারিখ এসভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো: আক্তার জামীল এ আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুুল্লাহ আল মাসউদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরী, প্রিন্স রফিক খান, খালেদা ইসলাম, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কোহিনুর আফজাল, বীর মুক্তিয়োদ্ধা নাসিরুদ্দীন ফারুকী, শিশু একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও একুশে টিভির জেলা প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, কবি বাঁধন রায়, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুষা আচার্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী উম্মুন ওয়ারা নাঈম সাদিয়া। দুই দিনব্যাপী শিশু আনন্দমেলায় সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও থাকছে বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৫-২০১৭ইং/ অর্থ