muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ জেলা হাওর-বাওর নদী জলাশয় ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার দাবীতে বাপা ও পরমে মানববন্দন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ :

কিশোরগঞ্জ জেলা হাওর-বাওর, নদী, জলাশয়, ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা ও সামগ্রিক পরিবেশ রক্ষার লক্ষে সচেতন – সুশীল সমাজের সক্রিয় ভূমিকা প্রত্যাশা লক্ষে বাপা এবং পরমের উদ্দোগে মানববন্দন কর্মসুচী পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের কালিবাড়িতে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরমের আহবায়ক ও বাপার সদস্য অধ্যক্ষ শরীফ সাদী।

প্রধান অতিথি ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডা.আ.মতিন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান,সহ-সাধারন সম্পাদক বিধান চন্দ্র পাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু,সম্মিলিত নাগরিক ফোরামের আহবায়ক এনায়েত করীম অমি,বুদ্বিজীবি নাসির উদ্দিন ফারুকী,সুজন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার,সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্ছু, কৃষক লীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সৃষ্টি কর্তার অপরুপ সৃষ্টি সবুজ-সজল প্রকৃতিকে শাসন করতে যেও না। প্রকৃতি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠবে। নদীকে খাল বানানো চলবে না, নদীকে লেক বানানো মানিনা। হাওর অ লকে শহর-নগর বানানো উচিৎ না। হাওরকে হাওর হিসেবে থাকতে দাও,কুষি ও কৃষকদের বাঁচাতে দাও। জেলার পুরাকীর্তিগুলোকে রক্ষা কর করতে হবে। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিনিসধিরা অংশ নেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: