মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
“বিদ্যুতের লোড শেডিং দূরীকরন করতে হবে, ছাত্র বাচাঁও,বাজার বাচাঁও , লোড শেডিং মুক্ত ছয়সূতী গড়ে দাও” এসব লিখা সম্বলিত ব্যনার, ফেস্টুন নিয়ে পল্লী বিদ্যুতের অব্যহত লোড শেডিং ও কারনে অকারনে বিদ্যুত সরবারাহ বন্ধ রাখার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানব বন্ধন ও রাস্তা অবরোধ করে ভুক্তভোগীরা।
আজ ৮ মে সোমাবার উপজেলার ছয়সূতী বাসষ্ট্যান্ডে ভৈরব – কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তায় ছয়সূতী সচেতন নাগরিক ও ছয়সূতী কাচারী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে কুলিয়ারচর থানা পুলিশ বাধাঁ দিলে মানব বন্ধনে যোগদান কৃত জনতা রাস্তা অবরোধ করে।
অবরোধ কারীরা কারনে- অকারনে বিদ্যুত সরবারাহ বন্ধ রাখা ও অব্যহত লোড শেডিং এর প্রতিবাদ করে অচিরেই কুলিয়ারচর উপজেলা বাসীকে এ অভিশাপ থেকে মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৫-২০১৭ইং/ অর্থ