muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের জামিআ নূরানিয়ায় বেফাক বোর্ডের ৪০ তম ফাইনাল পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের জামিআ নূরানিয়ায় বেফাক বোর্ডের ৪০ তম ফাইনাল পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। বুধবার দুপুরে শরহে বেকায়া ক্লাসের উত্তরাধিকার বিষয়ক ‘সিরাজী’ ও মেশকাত ক্লাসের ‘তাহরিকে দেওবন্দ’ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। গত ৩০ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রের হলসুপার (নেগরানে আলা) হিসেবে দায়িত্ব পালন করেন বাজিতপুরের জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল আজিজ। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদরের আলহাজ্ব শামছুদ্দিন ভূঞা জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা মোঃ ইসমাঈল, নান্দাইল বারই গ্রামের জামিয়া আরাবিয়া আহাদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদরাসার শিক্ষক মাস্টার আরিফুর রহমান। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিআ নূরানিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আবুল বাশার।
মাদরাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা মোখলেছুর রহমান জানান, এ কেন্দে সর্বমোট ২শত ২২জন (হেফয ও কিতাব) পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: