muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

মেধাবী কামরুলের উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন এডিসি তরফদার আক্তার জামীল

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

দারিদ্রতাকে জয় করে সদ্যপ্রকাশিত এসএসসি ও সমমানের পরিক্ষায় ইটনা মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাএ কামরুল ইসলামের উচ্চ শিক্ষা লাভের সমস্ত দায়িত্ব নিয়েছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীল।দিন মজুর বাবার অভাবের সংসারে অর্থ উর্পাজনের জন্য পরের জমিতে কাজ করা অদম্য এ মেধাবী ছাত্রের অর্থাভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর তা দেখে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীল তার পাশে এসে দাঁড়ান।

প্রতিবেদনটি এ জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তার নজরে আসার পরপরই তিনি মুঠোফোনে কামরুলের সাথে কথা বলে তার খোঁজ খবর নেন এবং সাক্ষাৎ সংক্রান্ত বিষয়ে আলাপ করেন।এর পরপরই তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ রামচন্দ্র রায়ের সাথে কামরুলের কলেজ ভর্তি সম্পর্কে কথা বলেন।কামরুলের উচ্চ শিক্ষা লাভসহ লেখাপড়া অব্যাহত রাখার জন্যও তিনি কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

৭ মে রবিবার সকালে সাক্ষাৎকালে কামরুল তার ফলাফল সংক্রান্ত কাগজপএ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোহাম্মদ আক্তার জামীলের নিকট হস্তান্তর করে।এসময় তিনি কামরুলের কলেজ ভর্তিসহ বইপএ কেনার ও লেখাপড়ার অন্যান্য যাবতীয় খরচ ব্যয়নির্বাহের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: