মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে রিমান্ডে নেবে পুলিশ।
এ জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। তাদের দেওয়া তথ্যে বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে।
শুক্রবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আসামিদের ১০ দিনের রিমান্ড চাইবেন তদন্ত কর্মকর্তারা। মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়েছে।’
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার এজাহারভুক্ত এখনো তিন আসামি পলাতক। এ কারণে তাদের গ্রেপ্তারের প্রয়োজন রয়েছে। রিমান্ডে তাদের দেওয়া তথ্যে পলাতকদের গ্রেপ্তার করা যাবে। এ ছাড়া মামলার গুরুত্বপূর্ণ তথ্যও মিলবে।
উল্লেখ্য, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত ও নাঈম আশরাফ দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেন। বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরের রেইনট্রি হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে হোটেলের একটি কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় দুই তরুণীকে। ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।