muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জঙ্গিবিরোধী অভিযানের সময় সতর্ক থাকতে হবে : আইজিপি

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট: 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবিরোধী অভিযানের সময় সতর্ক থাকতে হবে। তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতি হওয়ার শঙ্কা কম থাকবে।’

মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মো. আব্দুল মতিন এবং আহত পুলিশ সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, ‘গোদাগাড়ীর ওই আস্তানায় মাটির দেয়াল ছিল। মতিন মনে করেছিলেন, অতিরিক্ত পানি দিলে সেটি ভেঙে পড়বে। এ কারণে তিনি এগিয়ে গিয়ে এটি করছিলেন। কিন্তু মাটির দেয়াল এত সহজে ভাঙা সম্ভব নয়। এটি যদি মতিন ভাবতেন, তাহলে এ ঘটনা না ঘটতে পারত।’

শহীদুল হক বলেন, ‘শুধু এ আস্তানায় নয়। এ পর্যন্ত যেসব অভিযান পরিচালনা করা হয়েছে, তা সফলভাবে করেছে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আবার এটাও ঠিক, যুদ্ধ করতে গেলে উভয় পক্ষেরই ক্ষতি বা হতাহত হয়। অভিযানে আমাদের অনেক মেধাবী কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। আমি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

এর আগে তিনি আবদুল মতিনের স্ত্রী ও মাকে ১০ লাখ টাকা দেন। পাশাপাশি গোদাগাড়ীর অভিযানে আহত পাঁচ পুলিশ সদস্যকে আর্থিক সহযোগিতা করেন।

Tags: