বিনোদন ডেস্ক :
জাস্টিন বিবার ভারত সফরে এসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। তার সর্বক্ষণ সঙ্গী ছিলেন সালমান খানের বডিগার্ড শেরা। এই জনপ্রিয় তারকার নিরাপত্তা দিতেই তিনি বিবারের সঙ্গে ছিলেন। একটা পুরো দিন বিবারের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন শেরা। তাঁর মুখেই শোনা গেল তাঁর অভিজ্ঞতা— ‘ওকে গেটওয়ে অব ইন্ডিয়া দেখাতে নিয়ে গিয়েছিলাম। আমরা একসঙ্গে হেঁটেও ছিলাম। কফি খেয়েছিলাম। উনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসেন। শিবাজি পার্কে বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলেছেন।’
তাঁর মুখ থেকে যেন একটু হলেও কাছ থেকে চেনা গেল বিবারকে। শেরার কথায়, ‘বিবার একেবারে বাচ্চা ছেলের মতো। যে নিজের একটা ব্যক্তিগত জায়গা চায়। একা থাকতে চায়। নিজের জীবনটা উপভোগ করতে চায়।’
শেরা জানান, মাস কয়েক আগেই একটি সংস্থা তাঁকে ফোন করে জাস্টিন বিবারের দেহরক্ষী হওয়ার অফারটি তাঁকে দেওয়া হয়েছিল। তবে সালমনের দেহরক্ষী না হলে তাঁর কাছে যে এই সুযোগ কখনওই আসত না, তাও স্বীকার করে নেন শেরা। তাঁর কথায়, ‘আমার এই কৃতিত্ব পুরোটাই তাঁর, যাঁকে আমি ‘মালিক’ বলে ডাকি।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬-মে-২০১৭ইং/নোমান