ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে হোসেনপুরে ভাবীর পা বিছিন্ন করায় পুলিশ দেবর বিল্লাল হোসেন ও তার স্ত্রী কুলসুম আক্তারকে আটক করেছে।
প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর পুমদী গ্রামে বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে রানু বেগমের সাথে তর্কে জড়িয়ে পড়েন বিল্লাল হোসেন। এক পর্যায়ে বিল্লাল ও তার স্ত্রী কুলসুম মিলে বড় ভাইয়ের স্ত্রী রানু বেগমকে জড়িয়ে ধরে মাটিতে শুইয়ে ফেলে। পরে তার ডান পায়ের গোড়ালির ওপরে দা দিয়ে কূপ মেরে বিছিন্ন করে ফেলে বিল্লাল।
গুরতর আহত রানু বেগমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
হোসেনপুর থানার সহকারি উপ-পরিদর্শক মো. সোহেল রানা মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, অভিযুক্ত বিল্লাল হোসেন ও তার স্ত্রী কুলসুমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, আটক বিল্লাল হোসেন ও তার স্ত্রী কুলসুম আক্তারের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৫-২০১৭/ অর্থ