ক্রীড়া ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ও নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ডাবলিনের মালাহাইডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ দেয়।
১৮২ রানের লক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ কিন্তু ৯৫ রানের মাথায় উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। ৫৪ বলে ৪৭ রান করে ফিরেন তিনি। এরপর নামেন সাব্বির। এরপর ৪০ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন সৌম্য। ১৭১ রানের মাথায় ক্যাচ তুলে ফিরেন সাব্বির, সাব্বির করেছেন ৩৪ বলে ৩৫ রান। এরপর নামে মুশফিক।
এরপর ২২.৫ ওভার হাঁতে রেখেই সৌম্যার ৮৭ রানের উপর ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-মে-২০১৭ইং/নোমান