muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোব

ভ্রাম্যমাণ প্রতিনিধি :

সারা দেশে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের বিক্ষোপ। উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে ২৬ এপ্রিল থেকে আন্দোলন করে আসছেন।

তাদের দাবিগুলো হল-

১. উচ্চ শিক্ষা
২. নিজস্ব বোর্ড
৩. কর্মসংস্থান
৪. ইনটারনী ভাতা

ম্যাটস কমপ্লিট করার পর অসুবিধা-

১. উচ্চ শিক্ষা : আমাদের দেশে সকল ডিপ্লোমা কারীদের বি এস সি করার সুযোগ আছে বাট ম্যাটস এর শিক্ষার্থীদের আর কোনো লেখাপড়া নাই।
২.নিজস্ব বোর্ড: ম্যাটস এর নিজস্ব কোনো বোর্ড নাই।
৩. কর্মসংস্থান: আমাদের দেশে আজ থাইকা ছয় বছর আগে একটা নিয়োগ দিছে।
৪. ইন্টারনী ভাতা: আমাদের আগে ইন্টারনী ভাতা দেওয়া হতো এখন আর সেটা দেওয়া হয় না।

এই দাবীর জন্য বাংলাদেশের ম্যাটস এর সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে।

শিক্ষার্থীরা বলছেন, ম্যাটস থেকে ডিপ্লোমা করার পর শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হওয়ার সুযোগ পাচ্ছেন না। ম্যাটসে পড়া শেষে মেডিকেল কলেজগুলো থেকে ?উচ্চশিক্ষার সুযোগের কথা বলা হলেও এখনও তা কার্যকর হয়নি। তাছাড়া পেশাগত জায়গায় ম্যাটস শিক্ষার্থীরা যথাযথ সুযোগ পাচ্ছেন না। কমিউনিটি হাসপাতালগুলোয় অগ্রাধিকারভিত্তিতে তাদের সুযোগ দেয়ার কথা থাকলেও দেশের প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে তাদের চেয়ে কম যোগ্যদের সুযোগ দেয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-মে-২০১৭ইং/নোমান

 

Tags: