মেয়র জানান, এছাড়া বোল্ডার বা বিদেশি গরু বা মহিষ ৪৪০ টাকা, খাসির দাম নির্ধারণ করা হয়েছে ৭২৫ টাকা। প্রতিকজি ভেড়া বা ছাগলের মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২০ টাকা। নতুন এ নির্ধারিত দাম ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রযোজ্য হবে।
এর আগে, দেশের মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় করে রমজানে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মাংসের দাম নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রমজানে কেউ অতিরিক্ত দাম রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হবে। টিম কোথাও কোনও অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেবে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে সেজন্যই সব ব্যবসায়ীদের সঙ্গে বসে দাম ঠিক করেছি।’