muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে বজ্রপাতে নিহত ব্যাক্তির পরিবার কে আর্থিক অনুদান

মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।।
হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার গত ২০ মে বজ্রপাতে নিহত কর্নলাল দাসের পরিবার কে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রসাশন।
অফিস সুত্রে জানা যায়, গত ২০ ই মে বজ্রপাতে নিহত হন উপজেলা কলমা ইউনিয়নের চন্ডি পুর গ্রামের কর্নলাল দাস, এইরে পরিপ্রেক্ষিতে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপজেলা দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে নিহত কর্নলাল দাসের স্ত্রী মনুমালা দাস কে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তাহের সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ জাকির হোসেন, কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস প্রমূখ।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৫-২০১৭ইং/ অর্থ 

Tags: