muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে ছাত্র-ছাত্রীদের মাঝে জনসচেতনা মূলক আলোচনাসভা ও চিত্র প্রদর্শনী

শফিক কবীর, স্টাফ রিপোর্টার: 

বিআরটিএ কিশোরগঞ্জ জেলার উদ্দ্যোগে ১জুন বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে কিশোরগঞ্জ জিলা পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে জনসচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জিলা পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: নাজমুল হকের সভাপতিত্বে, বিআরটিএর সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: মনিরুল ইসলাম পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকারের সভাপতি সাংবাদিক আলম সারওয়ার টিটু, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবির, সার্জেন্ট মো: শাহাদাৎ। এছাড়াও বক্তব্য রাখেন জিলা পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ শ্রেনির ছাত্রী নাদিয়া পারভিন ইভা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে সমাজে সড়ক দূর্ঘটনা এক প্রকার মহামারি হয়ে দাড়িয়েছে। এখন পত্রিকার পাতা খুললেই দেখা যায় সড়ক দূর্ঘটনায় সহপরিবার সহ মারা যাচ্ছে। আমরা যদি একটু সচেতন হই তবেই এসব সড়ক দূর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে পারি। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা রাস্তা পারাপারে সঠিক নিয়ম মেনে চলি তবে দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

বক্তব্য শেষে মটরযান পরিদর্শক ( বিআরটিএ) সাইফুল কবীরের তত্ত্বাবধানে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ক ভিত্তিক চিত্র প্রদর্শন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডোটকম/০১-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: