তথ্য প্রযুক্তি: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেটের আমদানি শুল্ক দ্বিগুণ করা হয়েছে। ফলে মোবাইল ফোনের দাম বাড়বে। বাজেটে সেলুলার টেলিফোন সেটের আমদানি শুল্ক ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। যা আগে ছিল ৫ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে তথ্যপ্রযুক্তিতে ৩৯৭৪ কোটি টাকার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
মোবাইল হ্যান্ডসেটে ১০ শতাংশ আমাদানি শুল্ক বাড়ায় এসব হ্যান্ডসেটের মূল্য ৩০ শতাংশ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও এটাকে দেশীয় শিল্পবান্ধব নীতি মনে করছেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।
তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘দেশীয় মোবাইল ফোন শিল্প তৈরি ও এখাতে উৎপাদন বাড়াতে আমদানিনির্ভর মোবাইল ফোন হ্যান্ডসেটের ওপর ১০ শতাংশ বাড়ানোয় ভালোই হয়েছে। এতে দেশি ফোন উৎপাদকরা ফোন তৈরিতে উৎসাহিত হবেন। অন্যদিকে যারা স্যামসাং কিংবা আইফোনের মতো বিলাসী ফোন ব্যবহার করবেন তাদের তো একটু বাড়তি খরচ করতে হবে।’
মোস্তফা জব্বার মনে করেন, এতে মোবাইল ফোন শিল্প দাঁড়াতে পারবে। কেননা, দেশে উৎপাদিত মোবাইল ফোনের বাজার দিন দিন বেড়েই চলেছে।
দেশে বৈধ পথে তিন কোটির বেশি মোবাইল ফোন আমদানি হয়ে থাকে। যার বাজার মূল্য আট হাজার কোটি টাকা। অন্যদিকে দেশে ৮০টির মতো কোম্পানি হ্যান্ডসেট আমদানির সঙ্গে জড়িত।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১–জুন–২০১৭ইং/নোমান