muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

সানি লিওনের সঙ্গে ছবি করতে হলে এইডস টেস্ট করতে হবে

sunny leaon 2
বিনোদন ডেস্কঃ সানির সঙ্গে ছবি করতে গেলে HIV টেস্ট করাতে হবে। তা না হলে তিনি ছবি সই করবেন না। সানির এমন উক্তি নিয়ে এখন জোর চর্চা চলছে বলিউডে।

হলিউডে অবশ্য এ নিয়মের প্রচলন আছে আগে থেকেই। লাভ সিন করতে গেলে স্টারদের HIV টেস্ট করাতেই হয়। শুধু নতুন অভিনেতা নন। পুরোনোদের ক্ষেত্রেও সানির কথা নড়চড় হচ্ছে না। তাঁদেরও HIV টেস্ট করানোর কথা বলেছেন সানি।

তবে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সানি কখনই এমন কথা বলেননি। এ সব সানির নামে রটানো হচ্ছে। এ সব স্রেফ তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা।

Tags: