মোঃ দ্বীন ইসলাম খাঁন, কাতার প্রতিনিধিঃ
কাতারের লুছাইল সিটির বিগ ঈগল কোম্পানির ঠিকাদার হিসেবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন কুমিল্লার মোঃ আলমঙ্গীর হোসেন, আলমঙ্গীর হোসেন কুমিল্লা জেলার বড়ুড়া থানার আড্ডা ইয়নিয়নের আড্ডা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আলমঙ্গীর হোসেনের মাধ্যমে বিগ ঈগল কোম্পানিতে কাজ নেয় কাতারে অবস্থান রত প্রবাসী বাঙ্গালীরা আলমঙ্গীর প্রায় শতাধীক শ্রমিক নিয়োগ দেন বিগ ঈগল কোম্পানিতে তার নিজ দায়িত্বে, কাজ শেষে শ্রমিকদের টাকা সবার মাঝে বন্টন করে দেয়ার কথা ছিলো তার।
প্রতারণার শিকার শ্রমিকরা জানান, শ্রমিকদের কাজের সব টাকা হাতে পেয়ে তিনি ইমারজেন্সি টিকিট করে দেশে চলে যান।
এদিকে আরেক সুত্রে জানা গেছে টাকার পরিমাণ প্রায় ১লক্ষ কাতারী রিয়াল যার বাংলাদেশী টাকার পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা।
বর্তমানে ঐসব শ্রমিকরা বিপাকে পরে আছেন, কাতারে আলমঙ্গীর হোসেনের বড় ভাই আছেন তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সুত্রে আরো জানা যায় টাকা আত্নসাৎ কারী আলমঙ্গীর হোসেন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তাকে ধরিয়ে দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-০৬-২০১৭ইং/ অর্থ
Tags: