muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও উন্নয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। সেমিনারে অন্যদের মধ্যে সদরের ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম , ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটো, জেলা প্রেসকাব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা মো. আবুল কাশেম, নারী নেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, বিলকিস বেগম প্রমুখ বক্তৃতা করেন।

সেমিনারে রমজানে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: