muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২ লক্ষাধিক টাকা জরিমানা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে নকল বাটারফ্লাই সেলাই মেশিন মজুদ ও বিক্রির দায়ে ২ ব্যবসায় প্রতিষ্ঠানকে দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।৮ জুন বৃহস্পতিবার ভৈরব বাজার সিনেমা হল রোডের ইয়াকুব সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ। অভিযানের সময় বাটারফ্লাই সুইংয়ের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম,পৌর স্বাস্হ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমুখ উপস্হিত ছিলেন।

জরিমানার পাশাপাশি ৭৪টি নকল সেলাই মেশিন জব্দ করা হয়

ইউএনও অফিস সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।পরে মার্কেটের একই মালিকের কামাল স্টোর ও মেহেদী স্টোর থেকে ৭৪টি নকল বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করা হয়।এসময় নকল পণ্য বিক্রি ও মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুইটির মালিক খালেদ হাসান জনিকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে চকবাজার এলাকায় খুচরা মূল্য তালিকা না টানানো ও ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৩ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৬-২০১৭ইং/ অর্থ 

Tags: