মোঃ আতিক উল্লাহ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৭ জুন বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রাত ৩ টার দিকে আনন্দ বাজাওে একটি লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকারে সূত্রপাত হয়। এসময় পাশের আরো ৬-৭ টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহুর্তেই দাও দাও করে আগুন বাড়তে থাকে। আগুনের লেলি শিখা দেখে স্থানীয়রা এসে দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মোঃ রবি হোসেন, ডাঃ মোঃ শরীফ মিয়া, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিক মিয়া, মোঃ ইউনুস মিয়া ও মোঃ মহরম আলীর দোকান ঘর মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর কুলিয়ারচর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের খবর দিলেও তারা আসার আগেই ৬-৭ টি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়। কুলিয়ারচর থেকে ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীরা যদি দ্রুত সময়ে ঘটনা স্থলে পৌছঁতে পারতো এত বেশি ক্ষয় ক্ষতি হতোনা। অগ্নিকান্ডে ফরিদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের চেয়ারম্যান বসার কক্ষটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
অগ্নিকান্ডের সূত্রপাত বিষয়ে জানতে চাইলে লেপ তোষক দোকানের মালিক মোঃ মহরম আলী মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, বৈদুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-০৬-২০১৭ইং/ অর্থ