আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে ইন্টারন্যাশনাল আর্কাইভ দিবস২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল হলে মহিনন্দ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষন পরিষদের সহযোগিতায় কিশোরগঞ্জ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষন পরিষদের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বেতার ও টিভি শিল্পী সেয়দ নুরুল আওয়াল তারামিয়া। আলোচক ছিলেন খন্দকার কবি আব্দুল মান্নান, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি মোতাহের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ সাধারন সম্পাদক শফিক কবীর, বাপার প্রত্নতত্ত্ব উপকমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান, শিল্পী নিরব রিপন, কবি এনামুল হক প্রমুখ।
এর আগে এক্টি র্যালী বের করা হয়। সভায় সংগঠনের সসভাপতি শুরুতেই বিষয় ভিত্তিক এক্টি প্রবন্ধ উপস্থান করেন। পরে অতিথিবৃন্দ পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে কবি নুরুল আওয়াল তারা মিয়ার রচিত হামদ ও নাত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-০৬-২০১৭ইং/ অর্থ
Tags: